আগেই ঠিক করা ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর সেবারই প্রথম মাঠে গড়াবে ২০ দলের বিশ্বকাপ! রবিবার দুবাইয়ে বসেছিল আইসিসি সভা। সেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দলের সরাসরি খেলার ঘোষণা এসেছে। এছাড়াও সভাতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব কেমন হবে সেই রূপরেখা নির্ধারিত হয়েছে। আয়োজক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এর বাইরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা আট দল সরাসরি সুযোগ পাবে। তাদের বাইরে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুই দলও সরাসরি সুযোগ পাবে ওই বিশ্বকাপে। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি ৮ দল আসবে বাছাইপর্ব থেকে।
গত বছর মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। করোনার কারণে সেটি পিছিয়ে চলে যায় ২০২৩ সালে। অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের কথা থাকলেও আইসিসি জানিয়েছে, নতুন করে তার আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা।
এদিকে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়ার পরই জানা গিয়েছিলে বাংলাদেশ নারী দল ১০ দলের চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে। তবে এতদিন আনুষ্ঠানিক ভাবে না জানালেও রবিবার আইসিসি বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।