দুনিয়ার অন্যতম শক্তিশালী সামরিক সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে প্রস্তত ফিনল্যান্ড ও সুইডেন। এ বছরের গ্রীষ্মে ন্যাটোতে ইউরোপের দুই দেশ যুক্ত হচ্ছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য টাইমস। সুইডেন ও ফিনল্যান্ড সামরিক জোটটিতে যোগ দিলে সদস্য সংখ্যা ৩০ থেকে ৩২-এ দাঁড়াবে।
মার্কিন কর্মকর্তারা বলেন, ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের গত সপ্তাহের বৈঠকে ফিনল্যান্ড ও সুইডেনের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। এবারের বৈঠকে দুটি দেশের যোগ দেওয়া নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে।
ন্যাটো যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডের আবেদন আগামী জুনে হতে পারে বলে জানা গেছে। একই প্রক্রিয়ায় আছে সুইডেনও। যদিও এ বিষয়ে দুই দেশের বক্তব্য পাওয়া যায়নি।
ন্যাটো যোগ না দিতে সুইডেন ফিনল্যান্ডকে সরাসরি হুমকি দিয়ে রেখেছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোটে অর্ন্তভুক্ত হওয়ার চেষ্টা করা হলে, ইউক্রেনের মতো পরিস্থিতি হবে বলেও সতর্ক করেছে মস্কো। ইউক্রেনে রুশ অভিযানের পরই নতুন করে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
সূত্র: আল জাজিরা।