কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পারিবারিক কলহের জেরে পারভীন আক্তার (১৮) নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী মো. ইয়াছিন (২০)। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
সোমবার (১১এপ্রিল) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কালু হাজীর ছেলে ইয়াছিন পারিবারিক কলহের জেরে তার স্ত্রী পারভীন আক্তারকে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এমন সংবাদ পাওয়ার সাথে সাথে নয়াপাড়া এপিবিএন অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং ভিকটিমকে আইপিডি হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।