ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতিমূলক সভা
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM, Update: 12.04.2022 12:47:02 AM
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতিমূলক সভাআগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্্যাপনের লক্ষ্যে কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ১১ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ্্। সভায় বক্তব্য রাখেন  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৩ এর বিচারক  (জেলা ও দায়রা জজ) মোঃ রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  শিউলী রহমান তিন্নী, যুগ্ম জেলা জজ, সমরেশ শীল,অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ্্ খন্দকার, জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন,জেল সুপার, সিনিয়র তথ্য কর্মকর্তা কাউন্সিলর ১১ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন, কাউন্সিলর ১৯,২০,২১ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন, উপপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর , জেলা কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রবেশন অফিসার, সমাজ সেবা অধিদপ্তর, নির্বাহী পরিচালক, এইড কুমিল্লা,  সমন্বয়কারী, ব্লাষ্ট কুমিল্লা ইউনিট,আইন কর্মকর্তা ওসিসি, ব্র্যাক জেলা সমন্বয়ক। জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) এফ.এম শেফায়েত ছালাম উক্ত সভায় সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন। সভায় সভাপতি মহোদয় অসহায়, দরিদ্র মানুষের বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম ও জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য দিবসটি কার্যকরভাবে পালন করতে সকলকে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান। বিজ্ঞ বিচারকগণ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত সিভিল সার্জনসহ সকল রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল বিভাগ দিবসটি সুষ্ঠুভাবে পালনের জন্য বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন ও স্কতঃস্ফূর্তভাবে সার্বিক সহযোগীতার অঙ্গীকার করেন।  
এছাড়া কমিটির অন্যান্য সদস্যগণ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে সফলভাবে দিবসটি পালনের বিষয়ে একমত হন। সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্্যাপনের জন্য কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচনসহ ইত্যাদি।