ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গুজরাটকে পাত্তাই দিলো না হায়দরাবাদ
Published : Wednesday, 13 April, 2022 at 12:00 AM
পুঁজিটা ছোট ছিল না, ১৬২ রানের। কিন্তু এমন লড়াকু সংগ্রহ নিয়েও লড়াই করতে পারলো না গুজরাট টাইটান্স। সানরাইজার্স হায়দরাবাদ যে পাত্তাই দিলো না হার্দিক পান্ডিয়ার দলকে।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৮ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে সানরাইজার্স। এটি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয়। হায়দরাবাদকে সহজ জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অভিষেক শর্মা আর কেন উইলিয়ামসন। দেখেশুনে খেলে তারা ৫৩ বলে গড়েন ৬৪ রানের জুটি। ৩২ বলে ৪২ করে অভিষেক ফিরলে ভাঙে এই জুটি। এরপর রাহুল ত্রিপাথির সঙ্গে উইলিয়ামসনের ৪০ রানের আরেকটি জুটি। ১১ বলে ১৭ করা ত্রিপাথি ছক্কা মেরে পায়ে টান খেয়ে মাঠ ছাড়েন। ৪২ বলে হাফসেঞ্চুরি পূরণ করা উইলিয়ামসন ১৭তম ওভারে এসে আউট হন। তখনও অবশ্য ২৩ বলে ৩৪ রান দরকার হায়দরাবাদের। তবে নিকোলাস পুরান ম্যাচটা জমতে দেননি। ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৪ রানের এক ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন ৫ বল বাকি থাকতেই।
এর আগে হার্দিক পান্ডিয়ার ‘ক্যাপ্টেনস নক’-এ ভর করেই ৭ উইকেটে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পায় গুজরাট টাইটান্স।
মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকে রানের গতি বেশ ভালোই ছিল গুজরাটের। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানো কিছুটা বিপাকে ফেলে দেয় তাদের। ১০৪ রান তুলতে সাজঘরের পথ ধরেন শুভমান গিল (৯ বলে ৭), সাই সুদর্শন (৯ বলে ১১), ম্যাথু ওয়েড (১৯ বলে ১৯) আর ডেভিড মিলার (১৫ বলে ১২)। ১৩ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে অভিনব মনোহরের সঙ্গে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন গুজরাট অধিনায়ক। মনোহর ২১ বলে ৩৫ করে ফিরলেও হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৪২ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় হার না মানা ৫০ রানের ইনিংস খেলেন তিনি। হায়দরাবাদের ভূবনেশ্বর কুমার আর টি নটরাজন দুটি করে উইকেট শিকার করেন।