আরো পাঁচ বছর শীর্ষ পর্যায়ে খেলতে চান রামোস
Published : Wednesday, 13 April, 2022 at 12:00 AM
শীর্ষ
পর্যায়ে আরো অন্তত চার থেকে পাঁচ বছর ফুটবল খেলা চালিয়ে যাবার আগ্রহ
প্রকাশ করেছেন পিএসজির অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। লিগ
ওয়ানের সম্প্রচার চ্যানেল প্রাইম ভিডিওতে দেয়া এক সাক্ষাতকারে রামোস এই
ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে চতুর্থবারের মত
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর ৩৬ বছর বয়সী রামোস জুলাইয়ে পিএসজিতে যোগ
দেন। লিগ ওয়ানে আসার পর থেকে তিনি অবশ্য কাফ ইনজুরিতে ভুগছেন।
ইনজুরি
সমস্যায় এবারের মৌসুমের প্রথম পাঁচ মাসই বিশ্রামে থাকতে হয়েছে। ইতোমধ্যেই
তিনি স্প্যানিশ জাতীয় দলের হয় ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান
চ্যাম্পিয়নশিপও জয় করেছেন।
রামোস বলেন, 'নতুন কোন অভিজ্ঞতা অর্জনের আগে
আরো অন্তত চার থেকে পাঁচ বছর শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে যেতে চাই। পিএসজির
সাথে আমার দুই বছরের চুক্তি হয়েছে। চুক্তির সময় তিন বছর বাড়ানোর চেষ্টা
চালিয়ে যাচ্ছি। এরপর দেখা যাক কি হয়। শারিরীক ভাবে যতদিন ফিট থাকব আমার
বিশ্বাস খেলার ওপর নিজের মনোযোগ ধরে রাখতে পারব। '