ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দৈনিক কুমিল্লার কাগজে সংবাদ প্রকাশের জের
সেই ভেকুর মালিককে ২ লাখ টাকা জরিমানা
Published : Wednesday, 13 April, 2022 at 12:00 AM, Update: 13.04.2022 12:58:13 AM
সেই ভেকুর মালিককে ২ লাখ টাকা জরিমানামো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বাজারের দক্ষিণ পাশে তিন ফসলি জমির উর্ভর মাটি মেসার্স মনির ব্রিকস ফিল্ডে নেওয়ার অভিযোগে সোমবার দৈনিক কুমিল্লার কাগজের শেষ পৃষ্টায় ‘মুরাদনগরে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : ৩ ফসলি জমি বিলীন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ওই সংবাদের জের ধরে জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। তখন হাতেনাতে আটক ভেকুর মালিক ও হেলপারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। পাশাপাশি ৬টি ট্রাক্টর ও একটি ভেকু জিম্বায় দেওয়া হয়। একই সাথে পাশের একটি ড্রেজারের এক হাজার ফুট পাইপ বিনষ্ট করে ৩টি মেশিন জব্ধ করা হয়। ওই সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা জাকির হোসেন ও মুরাদনগর থানার এসআই সাইফুল ইসলাম।    
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন ২০/২২টি ট্রাক্টর দিয়ে পাশের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে মেসার্স মনির ব্রিকস ফিল্ডে জোগান দিচ্ছে। পাশের একটি ড্রেজার মাটি নিচ্ছে কোন না কোন ফসলি জমি ভরাটের কাজে। এতে করে তিন ফসলি কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি বালুর স্তুপে অন্ধকারচ্ছন্ন হচ্ছে এলাকা। মারাত্বক ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। বেপরোয়া সিন্ডিকেটে কৃষি নির্ভর কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করাতো দূরের কথা ভয়েও মুখ খুলতে সাহস পাচ্ছে না।
এ নিয়ে গত সোমবার দৈনিক কুমিল্লার কাগজের শেষ পৃষ্টায় ‘মুরাদনগরে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : ৩ ফসলি জমি বিলীন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতেই প্রশাসনে তোলপাড় শুরু হয়। সে মতে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযানে নামার সিদ্ধান্ত নেয় উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। তিনি ছালিয়াকান্দি বাজারের দক্ষিণ পাশে তিন ফসলি জমির উর্ভর মাটি মেসার্স মনির ব্রিকস ফিল্ডে নেওয়ার অভিযোগে ৬টি ট্রাক্টর ও একটি ভেকুসহ দুইজনকে আটক করেন। এরা হলেন, দক্ষিণ ছালিয়াকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ মামুন (৪২) ও একই গ্রামের মফিজুর রহমানের চেলে মোহাম্মদ বাবু (৩৮)। ওই সময় ওই ইটভাটার পাশে থাকা একটি ড্রেজারের এক হাজার ফুট পাইপ বিনষ্ট করে ৩টি মেশিন জব্ধ করা হয়। মেশিনগুলোকে থানায় নিয়ে আসলেও ৬টি ট্রাক্টর ও একটি ভেকু ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোশনেয়ারা বেবীর জিম্বায় দেওয়া হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় আটক মোহাম্মদ মামুন (৪২) ও মোহাম্মদ বাবুকে (৩৮) দুই লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় জরিমানার টাকা পরিশোধ সাপেক্ষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।