ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় যুবদল ও ছাত্রদলের ১৫ নেতা-কর্মী কারাগারে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ ---
Published : Wednesday, 13 April, 2022 at 12:00 AM, Update: 13.04.2022 12:58:59 AM

কুমিল্লায় যুবদল ও ছাত্রদলের ১৫ নেতা-কর্মী কারাগারেনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ ১৫ জন নেতাকর্মী কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে ২০১৮ সালের একটি মামলায় জামিন নিতে আসেন তারা। এসময় আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আতাবুউল্লা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন ।
এদিকে কুমিল্লায় যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে নগরীর রানীর দিঘী পাড়ে আত্মঘাতীমুলক কার্যকলাপ করার পরিকল্পনা ও চেষ্টা করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনেরেএকটি মামলা হয়। এ মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৭ জনের নাম উল্লেখ করে অরো অজ্ঞাতনামা ২২০ জনের নামে এ মামলা দায়ের করেন কোতয়ালী থানা পুলিশ। এ মামলায় জামিনে জন্য আদালতে হাজির হলে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাবেক শহর বিএনপির সাধারন সম্পাদক ভিপি জসিম, কুসিক কাউন্সিলর ১৩নম্বর বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াতুল্লাহ শিপন, মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ,মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন পারভেজ, মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক টিটু নাহা, জেলা যুবদলের সহ কোষাধক্ষ্য মোঃ জুয়েল, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুম্মন হোসেন সুমন,থানা যুবদলের যুগ্ম  আহবায়ক মোঃ বসির, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত হীরাসহ ১৫ জনের জামিন আদালত নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী আ হ ম তাইফুর আলম ।
এড. তাইফুর আলম জানান, ২০১৮ সালে কুমিল্লা মহানগরীর রানীর দিঘীর পাড়ে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিনের জন্য আদালতে হাজির হন ১৬ নেতাকর্মী। এ সময় আদালত ১৫ জনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজনকে জামিন দেওয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, একটি গায়েবি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের জড়ানো হয়েছে। সে মামলায় তাদের কারাগারেও পাঠানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আটকদের মুক্তি দাবি করছি।