জহির শান্ত: ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ শ’ ৮জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে দু’জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও।
বুধবার (১৩ এপ্রিল) বিকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত এসব আসামিদের মধ্যে বেশির ভাগই মাদক মামলায় সাজাপ্রাপ্ত বলে প্রেস কনফারেন্সে জানানো হয়। তবে মাদক মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের সংখ্যাটা নিশ্চিত করে জানায়নি পুলিশ।
প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম। এসময় জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম তানভীর আহমেদ বলেন, ২০২১ সালের শুরু থেকেই আমরা সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ২১০৮ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর মধ্যে দু’জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার সকল আসামির মোট সাজা একত্র করলে প্রায় ৩ হাজার বছরের সাজা হয়। এছাড়াও আদালত সাজার পাশাপাশি এসব আসামিকে ৩৩ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। কুমিল্লা জেলা পুলিশের অভিযানে এসব আসামি গ্রেপ্তার হওয়ায় তাদের সাজা নিশ্চিত এবং অর্থদণ্ড আদায়ের পথ সুগম হয়েছে বলেও জানান তিনি।