কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৩ ও ১৪ এপ্রিল বুধ ও বৃহস্পতিবার বিপুলপরিমাণ গাঁজা ও ফেনসিডিল সিরাপ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ। এসময় এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ১৩ এপ্রিল বুধবার রাতে সদর ইউনিয়নের কল্পবাস ব্রাক অফিস সংলগ্ন সোনার বাংলা হেয়ার স্টাইল সেলুনের সামনের ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের উপর হতে মোঃ রিফাত প্রকাশ সোহাগ(২২)কে গ্রেফতার করে। সোহাগ উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকার মোঃ সোলাইমান মিয়ার ছেলে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই/শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার তামিম ষ্টোরের সামনের ধান্যদৌল- কাজী মার্কেট গামী পাকা রাস্তার উপর হতে অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা ড্রাইভার এর ফেলে যাওয়া ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একইদিন উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মোঃ মামুন পালিয়ে যায়।এসময় পুলিশ আব্দুল ওয়াদুদ এর সিএনজি গ্যারেজের সামনের পাকা রাস্তার উপর হতে পলাতক আসামির ফেলে যাওয়া ৫০ বোতল ফেনসিডিল সিরাপ উদ্ধার করে। পলাতক আসামী মোঃ মামুন উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে। পলাতক আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, "গ্রেফতারকৃত আসামী’কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"