ক্ষমতাচ্যুত হওয়ার জন্য ইমরান খান বরাবরই বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করে আসছেন। তিনি সরাসরি তার সরকারকে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল বলেও অভিযোগ করেছেন। দেখিয়েছেন হুমকির প্রমাণ স্বরূপ এক গোপন চিঠি। তবে সেই চিঠিতে কী লেখা আছে, আজ পর্যন্ত তা প্রকাশ্যে আনেননি ইমরান বা তার দল তেহরিকই-ই-ইনসাফ পিটিআই।
তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখারের বক্তব্যে আরও বিপাকে পড়েছেন ইমরান। বাবর বলেছেন, গত মাসে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে ‘ষড়যন্ত্র’ শব্দটি ছিল না।
আইএসপিআর ইমরানে দাবি নাকচ করে দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুসলিম লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো।
টুইটারে বিলাওয়াল লিখেছেন, ‘আইএসপিআরের এই সংবাদ সম্মেলন যেন গণতন্ত্রের বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস। কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয় গণতন্ত্রকে সমর্থন করা সব পাকিস্তানিরই দায়িত্ব।’
আর মরিয়ম টুইটে বলেছেন, ‘নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা করায় আপনাকে (ইমরান খান) জবাবদিহিতার মুখোমুখি করার এখনই সময়।’
তিনি আরও লিখেছেন, ‘জবাবদিহিতার মুখোমুখি হন, আগের মতো পালাবেন না, কারণ এই জাতি আর আপনাকে সেই সময় দিতে চায় না।’
সূত্র: জিও নিউজ