Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM, Update: 16.04.2022 1:38:46 AM
নিজস্ব
প্রতিবেদক: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বরণ করা হয়েছে বাঙালির
প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৯ সালকে। দুই বছর পর কুমিল্লায় বর্ষবরণে
প্রানের উচ্ছ্বাস ছিলো মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে। কুমিল্লার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণিল সাজে বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে
সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপন করে। তাছাড়া বিভিন্ন সংগঠন এ
শোভাযাত্রায় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে নগরী।
কুমিল্লা ভিক্টোরিয়া
সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল
শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম. বাহাউদ্দিন
বাহার।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বের
হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রার
আনুষ্ঠানিক উদ্বোধনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ
প্রফেসর ড. আবু জাফর খান।
কুমিল্লা জেলা প্রশাসনের স্থানীয় সরকার
বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান
নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক
মোহাম্মদ শাহাদত হোসেন, কুমিল্লা জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ
আয়াজ মাবুদ, বিশিষ্ট নারী নেত্রী পাঁপড়ী বসু, সাংস্কৃতিক সংগঠক শাহজাহান
চৌধুরী, উদীচির সভাপতি শেখ ফরিদ, কবি নজরুল ইন্সটিটিউটের কর্মকর্তা
আল-আমীনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষা
প্রতিষ্ঠান, শিল্পী ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।
এদিকে বৈশাখ উপলক্ষে দুদিনব্যাপী কুমিল্লা টাউন হলে বৈশাখী মেলা ও রাজগঞ্জবাজারে বড় মাছের মেলা গতকাল শুক্রবার রাতে সমাপ্ত হয়।