ভিয়ারিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে টুর্নামেন্ট জুড়ে আধিপত্য দেখানো বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে পেরে উঠেনি বায়ার্ন। প্রথম লেগে ১-০ গোলে হারের পর ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ১-১ গোলে ড্র করে বাভারিয়ানরা। এই ম্যাচের পর জার্মান চ্যাম্পিয়নদের সমর্থকদের রোষের মুখে পড়েছেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান। কোয়ার্টার ফাইনালে হারের পর প্রায় সাড়ে চারশ হত্যার হুমকি পেয়েছেন তিনি।
নাগালসম্যান বলেছেন, আমি সমালোচনা ভালোভাবে সামলাতে পারি। পরিস্থিতি এখন আলাদা, ইনস্টাগ্রামে ৪৫০টি হত্যার হুমকি পেয়েছি। আসলে আমি এটা প্রতি ম্যাচের পরই পাই, জিতি অথবা হেরে যাই। আমি ওগুলো পড়ে দেখি না, সবসময়ই অনেকগুলো ডিলিট করে দেই। সাধারণত আমি শুধু প্রথম লাইনটা দেখি।
কেবল নাগেলসম্যানই নন, তার মায়ের প্রতিও ক্ষোভ ঝেড়েছেন ওই সমর্থকরা, ‘এটা পরিষ্কার যে অনেক মানুষ আমাকে মারতে চায়। কিন্তু এখন তারা আমার মাকে টার্গেট করছে যার ফুটবলের বা বায়ার্নের বাদ পড়ার সঙ্গে কোনো সম্পর্কই নেই। এটা কিছুটা বন্য হয়ে যাচ্ছে কিন্তু যদি সবকিছুর দিকে তাকাই, আমি শেষ করতে পারবো না’।
তিনি আরো বলেন, ‘কীভাবে আমি এসব সামলাই? ফিরেও তাকাই না। লোকজন যা চায়, তাই লিখতে পারে। কিন্তু আমি এটা নিয়ে খুব একটা ভাবি না, বুঝতেও পারি না’।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও বুন্দেসলিগা জিততে চলেছে বায়ার্ন। আর মাত্র দুই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সেটি। নাগেলসম্যানের নজর আপাতত সেখানেই। তবে এরপর যে অনেক কিছু নিয়ে পরিকল্পনা করতে হবে, সেটা জানা নাগেলসম্যানের। এমনিতে যে সমালোচকদের খুব একটা পাত্তা দেন না, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।
বায়ার্ন কোচ বলেছেন, আমি আমার দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই আর সেটা আগামী দুই ম্যাচেই। এরপর অনেক কিছু নিয়ে পরিকল্পনা করব আর দলকে আগামী বছর আরো ভালো হিসেবে চাই। যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে তাদের আমাকে জুলিয়ান নাগেলসম্যান হিসেবেই ভালোবাসতে হবে, বায়ার্নের কোচ হিসেবে না। কেউ যদি পছন্দ না করে, তাহলেও ঠিক আছে। আমার নিজেকে ছাড়া কাউকে কিছু প্রমাণ করার নেই।