কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়া নিয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের ছোড়া দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেপচুনের আঘাতেই রাশিয়ার ওই ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ডুবে যায় বলে এক মার্কিন কর্মকর্তা শনিবার নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার পেন্টাগনের এক কর্মকর্তাও ওই জাহাজ ডুবির জন্য ইউক্রেনের ছোড়া মিসাইলকেই দায়ি করে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
এদিকে ওই জাহাজ ডুবির ঘটনায় শোক প্রকাশে ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপলে কয়েকশ’ মানুষ জড়ো হয় বলে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয়েছে।
যদিও ওই জাহাজ ডুবি নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো।
কিয়েভের দাবি, যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটি। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসার গভর্নর।
এর আগে রাশিয়াও মস্কভা মিসাইল ক্রুজার নামে ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যদিও এর কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি।
তবে হামলার কথা স্বীকার না করলেও ওই জাহাজ ডুবির পর ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো।
যদি ইউক্রেনের দাবি সত্যি হয়, তাহলে ১২,৪৯০ টন ওজনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ।
ইউক্রেন হামলার পর এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ হারাল রাশিয়া। গত মার্চ মাসে আজভ সাগরের রাশিয়ার দখলকৃত বের্দিয়ানস্কের পোতাশ্রয়ে ইউক্রেনের আক্রমণে আরেকটি রুশ জাহাজ ধ্বংস হয়ে যায়।