নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে দুর্বৃত্তদের গুলিতে নিহত শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি জসিম উদ্দিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনাটিতে চারজনকে গ্রেফতার করা হলো।
শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কবিরহাট উপজেলার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার জসিম উদ্দিন বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ৮নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি শনিবার বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাতদিনের রিমান্ডের আবেদনসহ আসামি জসিমকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠান। আদালত রিমান্ডের আদেশ দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে বুধবার (১৩ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামে জমির মাটি কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। এসময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেখানে শিশুকন্যা তাসপিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলে প্রবাসী আবু জাহের। তিনিসহ তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় শিশু তাসপিয়া মারা যায়।
এ ঘটনায় শিশু তাসপিয়ার খালু মো. হুমায়ুন কবির বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ১৭ জনের নামসহ ১০-১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।