শিক্ষার্থীদের উপবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি উদ্বোধন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘সামিউল আহসান কল্যাণ ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ কার্যক্রম শুভ উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাজ আজাদ।
এসময় চারজন শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও ৩০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কুরছাপ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাফিউল আহসান ভূঁইয়া’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন মো. আবুল কালাম আজাদ।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ূন কবির। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান বাবুল, বিদ্যালয়ের জ্যোষ্ঠ শিক্ষক অরূপ কুমার বণিক, দেবীদ্বার পৌর কাউন্সিলর মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা ইমরান আরেফিন ইমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফজলুল ছাত্তার। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সফিকুল ইসলাম ভূইয়া, মোখলেছুর রহমান মাস্টার, আনোয়ার হোসেন মেম্বার সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সন্ধ্যায় উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।