ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩
স্বামীকে হাত-পা বেঁধে স্ত্রীকে ভিডিও কল দিয়ে মুক্তিপণ দাবি
Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM, Update: 17.04.2022 1:10:38 AM
 স্বামীকে হাত-পা বেঁধে স্ত্রীকে ভিডিও কল দিয়ে মুক্তিপণ দাবি নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর শনিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানায় র‌্যাব। জানা যায়, অপহরণের পর ওই ব্যক্তিকে হাত-পা বেধেঁ নির্যাতন করা হয়। সে নির্যাতন ভিডিও কল দিয়ে স্ত্রীকে দেখিয়ে তার কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। ঘটনাটি কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকার। পরে সেই নারী র‌্যাবকে বিষয়টি জানালে র‌্যাব অভিযান জানিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর কুমিল্লা কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ১৩ এপ্রিল কুমিল্লা র‌্যাব অফিসে এসে মোসা. লিজা বেগম (৩৪) একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১১ এপ্রিল কুমিল্লার বিবির বাজার এলাকায় তার স্বামীর বন্ধুর বাসায় বেড়াতে আসেন। ওই দিন সন্ধ্যা ৭ টার পর থেকে তার স্বামীর মোবাইল ফোন নম্বর বন্ধ পান। তার বন্ধু রাকিব জানায় রমজান সন্ধ্যা পর্যন্ত তাদের বাসায় পৌঁছায় নি। পরে একটি নম্বর থেকে ভিডিও কলে তার স্বামীকে হাত পা বাঁধা অবস্থায় মারধরের ভিডিও দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহয়তায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরন চক্রের ৩জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- জেলার আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মো. মোতাহার হোসেন (৩০) একই উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪১) গাজীপুর গ্রামের মো. সায়মুন (১৯)।
আটককৃত আসামীদের তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মো. রমজান হোসেনকে(৩৫) উদ্বার করা হয়। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারী চক্রের মুল হোতা মাদক কারবারী মো. শাহিন ওরফে স্টার শাহিন (৪০), এবং তার সহযোগী মো. রুবেল (৩৫), মো. জাকির (৪১) অপহৃতকে একটি গাছের সাথে হাত-পা বেধে রেখে পালিয়ে যায়।
উদ্ধার হওয়ার পর রজমান আলী জানান, গত ১১ এপ্রিল তিনি কুমিল্লার বিবির বাজার এলাকায় অপহৃত তার পূর্ব পরিচিত বন্ধু রাকিবের বাসায় বেড়াতে আসেন। সেখানে রাকিবের বন্ধু শাহিন এবং রুবেলের সাথে পূর্ব থেকেই পরিচয় ছিল। পূর্ব পরিচয়ের সুবাধে শাহিনের সাথে বিবির বাজার সীমান্ত এলাকায় ঘুরতে যান এবং সেখানে  ইফতার করেন। ইফতার শেষে চলে আসার সময় মাদক ব্যবসায়ী মো. শাহিন ও তার সহযোগীরা তাকে বাধা দেয় এবং বলে এভাবে যাওয়া যাবেনা। এখান থেকে মুক্তি পেতে হলে তোমাকে মুক্তিপণ দিতে হবে। এই বলে ভিকটিমকে হাত পা বেধে মারধর করে এবং নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে।
পরে গ্রেফতারকৃতদের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।