গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন। আগের দিনও (১৬ এপ্রিল) ৫১ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আর টানা ষষ্ঠ দিনের মতো দেশে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যে ৫১ জন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন এক জেলায়। ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৩৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় একজন আর সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১২ জন। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে তিন জেলাতেই কেবল নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাকি ৬১ জেলায় নতুন শনাক্ত শূন্য।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।