Published : Monday, 18 April, 2022 at 12:00 AM, Update: 18.04.2022 12:18:41 AM
স্টাফ
রিপোর্টার।। কুমিল্লা জেলা পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় পরিষদ বিলুপ্ত করা
হয়েছে। রবিবার স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী
স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা গেছে এ তথ্য। চলতি সপ্তাহে কুমিল্লা জেলা
পরিষদে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। এই প্রজ্ঞাপনে ৬১ জেলা
পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদ বিলুপ্ত
করা হয়। সেই সাথে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান
নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব অর্পন করা হয়। প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত
প্রধান নির্বাহী কর্মকর্তা এ দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা
গেছে, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক পদে বেশ কয়েক জনের নাম আলোচনায়
রয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, কুমিল্লা জেলা আওয়ামীলীগের
যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক
ভিপি নাজমুল হাসান পাখি, নাঙ্গলকোটের সাবেক চেয়ারম্যান আবদুল করিম।
সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় চলতি সপ্তাহে কুমিল্লা জেলা পরিষদসহ দেশের ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করতে পারে।
উল্লেখ্য,
২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে এক হাজার
২৮১ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু
তাহের (চশমা প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ
সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন (আনারস প্রতীক) পেয়েছেন এক হাজার ২৩৩ ভোট।