ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দান করলো নরওয়ে
Published : Wednesday, 20 April, 2022 at 2:11 PM
ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দান করলো নরওয়েইউক্রেনকে নিজেদের মিস্ট্রাল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দান করার ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটি জানিয়েছে, ১০০টি ক্ষেপণাস্ত্রসহ কিয়েভকে এই প্রতিরক্ষা ব্যবস্থা দান করেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই ইউক্রেনে পাঠানো হয়েছে।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী বিজর্ন আরিল্ড গ্রাম এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি একটি কার্যকর অস্ত্র যা নৌবাহিনীতে ব্যবহৃত হয়েছে এবং এটি ইউক্রেনের জন্য অনেক উপকারী হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মিস্ট্রাল হলো একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেটি যানবাহন, সারফেস জাহাজ এবং হেলিকপ্টার থেকে ব্যবহার করা যেতে পারে। নরওয়ে বলছে, তারা ইতোমধ্যেই মিস্ট্রালকে পর্যায়ক্রমে সরিয়ে আরও আধুনিক সরঞ্জামে যাওয়ার পরিকল্পনা করেছে। ফলে ইউক্রেনকে দেওয়া এই অনুদান অসলোর সামরিক সক্ষমতায় কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।