আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি করেছিলেন বিরাট কোহলি।
ভারতীয় এই তারকা ব্যাটসম্যান ইতোমধ্যে ১০১ টেস্ট আর ২৬০ ওয়ানডে মিলে ৭০টি সেঞ্চুরি করেছেন। শচীনের মতো সেঞ্চুরির সেঞ্চুরি করতে কোহলিকে আরও ৩০টি শতক হাঁকাতে হবে।
তবে সাম্প্রতিক সময়ে ফর্মে নেই বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। তার পর থেকে ১৭ টেস্টে ৩০ ইনিংসে ব্যাট করে ৬টি ফিফটি হাঁকালেও শতরানের দেখা পাননি।
আর ওয়ানডেতে ২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন কোহলি। তারপর থেকে ২১ ম্যাচে ব্যাট হাতে নেমে ১০ ইনিংসে ফিফটি পেলেও শতক হাঁকাতে পারেননি কোহলি।
২০১৯ সালের ২২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পর থেকে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ২৫ ম্যাচের ২২ ইনিংসে ব্যাট হাতে নেমে তিনবার সেঞ্চুরি কাছাকাছি গিয়েও এই ফরম্যাটে মেইডেন সেঞ্চুরি হাঁকাতে পারেননি কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সবশেষ পাওয়া সেঞ্চুরির পর থেকে ১৭ টেস্ট, ২১ ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি মিলে ৬৩ ম্যাচে ৭৩ ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি কোহলি। আইপিএলে সবশেষ ৩৭ ম্যাচে অংশ নিয়েও সেঞ্চুরি করতে পারেননি কোহলি।
২০১৯ সালের ২২ নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ও আইপিএল মিলে ১০০ ম্যাচে সেঞ্চুরির খরায় ভুগছেন কোহলি।
এবারের আইপিএলে তিনি শুরু থেকেই ছন্দহীন। ৭ ম্যাচে মাত্র ১৯.৮৩ গড়ে ১১৯ রান করেছেন কোহলি। চলতি আইপএলে তার সর্বোচ্চ সংগ্রহ ৪৮ রান।