ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং  ||
২০২১-২২ অর্থবছরের খরিফ-১/২০২২-২৩ মৌসুমে উফশী-আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুড়িচংয়ের ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার ২০ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার পাবেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তা উপজেলা কৃষি অফিসার মোছা. আফরিণা আক্তার। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
বানিন রায়, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীলসহ অন্যান্য উপসহকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার নানা কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে।
কৃষি বিভাগের সার্বিক প্রচেষ্ঠায় বাংলাদেশে আজ আর খাদ্যের অভাব নাই। কুমিল্লার তথা বুড়িচং এর কৃষির ঐতিহ্য
আছে, যা সকলের প্রচেষ্টায় উত্তোরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। এছাড়া, উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়-
বুড়িচং উপজেলায় মাঝারি উচু জমি সমূহকে আউশ আবাদের আওতায় আনতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। তাছাড়া
মৌসুমি পতিত জমিতে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক ইতিমধ্যে কার্যক্রম হাতে নেয়া হয়েছে । প্রণোদনা কর্মসূচির সফলতা ও কৃষি বিভাগের সার্বিক প্রচেষ্টায় এবছর বুড়িচং উপজেলায় লক্ষ্যমাত্রার অধিক আউশ আবাদ হবে বলে
আশা করছেন তারা।