ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত
Published : Thursday, 21 April, 2022 at 12:11 PM
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহতমানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নয় মামলার আসামি কাওসার হোসেন (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান জানান, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে সিংগাইরের চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটির গ্রামের আলমমারা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, নিহত কাওসার হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।

র‌্যাব-৪-এর একটি সূত্র, সিংগাইর সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। সে সময় র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ডাকাত দলের সর্দার কাওসার হোসেন নিহত হন। র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হলে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে র‌্যাবের সদর দফতরের ফরেনসিক টিম ঘটনাস্থলে কাজ করছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।