কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরীর ব্যক্তি উদ্যোগে নগদ অর্থ ও কাপড় বিতরণের মাধ্যমে অসহায় ও হত দরিদ্রদের সহযোগীতা প্রদান করা হয়। ২১ এপ্রিল মোশাররফ হোসেন খান চৌধুরীর নিজ বাসভবনে এ অর্থ ও কাপড় ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী ১০০ জন অসহায় ও হত দরিদ্রদের মাঝে কাপর ও লুঙ্গি বিতরণ করেন।এ ছাড়া উপস্থিত জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ সাহ আলম, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, ধান্যদৌল কেন্দ্রিয় জামেমসজিদের সাধারণ সম্পাদক আবদুল খালেক, জাকির মাস্টার , ইসমাইল হোসেন এসোন মিঞা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন আমি বিগত দিনে এবং করোনার সময় অসহায় হত দরিদ্রদের সহযোগীতা করে আসছি। সামনের দিনেও আমার এ সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন রোজার মাসে সাহায্য সহযোগীতা করার উত্তম সময়। এ সময় বেশি ছোয়াব পাওয়া যায়। তাই বৃত্তবানদের আমি আহবান করবো সমাজের অসহায় ও হত দরিদ্রদের বেশি করে সহযোগীতা করুন এবং নিজের দায়িত্ব ও ইসলামের অনুশাসন মেনে চলে সুন্দর সমাজ গড়ে তুলোন।