ইউক্রেনে হামলার জেরে সামরিক ব্যক্তি এবং প্রতিরক্ষা কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটি জানিয়েছে, নতুন করে ২৬ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সরকারী ওয়েবসাইটে প্রকাশিত নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন, রাশিয়ান সেনাবাহিনীর কর্নেল জেনারেল নিকোলে বোগদানভস্কি। যিনি জেনারেল স্টাফের প্রথম ডেপুটি চিফ, প্রস্তুতকারক সামরিক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং শিল্প গ্রুপ প্রমটেক-ডুবনার পদে আছেন। এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি ব্রিটেন।
ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্রিটেন। এ নিয়ে দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র এবং মানবিক সহায়তা দিয়ে আসছে বরিস জনসন সরকার। সামনে প্রয়োজন অনুযায়ী ইউক্রেনকে আরও সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছে দেশটি।