ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM, Update: 22.04.2022 12:56:56 AM
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান টিভির উপদেষ্টা ও ৫নং শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর কবির মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হোটেল ডলি রিসোর্ট এর হলরুমে পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সভাপতি নজির আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরশাদ আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলী হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মোঃ শাওন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সহ-সভাপতি মিরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্রসমাজের নেতাকর্মীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাফেজ নজির আহম্মেদ।
বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে একত্রিত হয়ে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আগামীতেও আমরা প্রিয় নেতা আলমগীর কবির মজুমদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো।
ছবিঃ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ।