ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মহিলাকে অজ্ঞান করে স্বর্ণ টাকা ছিতনাই
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM, Update: 22.04.2022 12:57:00 AM
কুমিল্লায় মহিলাকে অজ্ঞান করে স্বর্ণ টাকা ছিতনাইনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় এক মেয়ের বাসা থেকে আরেক মেয়ের বাসায় যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশায় এক নারীকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ছিনতাইকারীরা। বৃস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে কুমিল্লা শহরের পুলিশ লাইন্স সংলগ্ন ঝাউতলায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা ওই মহিলার পরনে থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, ঈদের কেনাকাটার জন্য সাথে থাকা নগদ ৫০ হাজার ৬০০ টাকা এবং একটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী কুমিল্লা শহরতলীর চানপুর বৌ বাজার এলাকার মোশারফ হোসেন ভূইয়ার স্ত্রী সুরাইয়া বেগম কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, সুরাইয়া বেগম সম্প্রতি তার ছোট মেয়ের বাসা বাগিচাগাঁও এলাকায় বেড়াতে যান। সেখান থেকে গতকাল বিকেলে তিনি তার মেঝো মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে পুলিশ লাইন্স স্কুলের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশায় উঠে বসেন। এসময় আগে থেকেই সিএনজির সামনের সিটে বসে থাকা দুই যাত্রীর একজন তার সাথে পেছনের সিটে এসে বসেন। এরপর সিএনজি চলা অবস্থায় ওই যাত্রী তার নাকের সামনে কয়েকটি পত্রিকা নাড়াচাড়ার পর তিনি বোধ শক্তি হারিয়ে ফেলেন। তখন ওই ব্যক্তি তার সাথে থাকা টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে পুলিশ লাইন্স মোড় পার হয়ে পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কের পাশে সিএনজি থেকে নামিয়ে দেয়। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মামাল নিয়ে যায় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।