ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ৬ মাদকসেবীর কারাদণ্ড
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM, Update: 22.04.2022 12:57:04 AM
ব্রাহ্মণপাড়ায় ৬ মাদকসেবীর কারাদণ্ডইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকা শশীদল ইউনিয়নের আশাবাড়ি ও বাঁশতলীতে গত বুধবার (২০ এপ্রিল) মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় ৬ মাদকসেবীকে  কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল সীমান্তে গত বুধবার  (২০ এপ্রিল) মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় আশাবাড়ি ও বাঁশতলী এলাকায় মোটর সাইকেলে মাদক সেবন করে আসা ৬ মাদকসেবীকে (মোটরসাইকেল আরোহী)  ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। দণ্ডপ্রাপ্তরা হলেন, সজীব দাস (২৬), আফনান মিয়া (২৩), সেলিম মিয়া (২৮), জানু মিয়া (৩২), খোরশেদ আলম (২৫), মনির মিয়া (২৬)।
এছাড়াও বাঁশতলী এলাকায় মালু মিয়ার বাড়ি থেকে  ৩২০ পিস ইয়াবা ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে অভিযানরত মাদকবিরোধী টাস্কফোর্স। অভিযানের খবর পেয়ে মালু মিয়া পালিয়ে গেলেও মালু মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, নির্বাহী অফিসার (ইউএনও)  সোহেল রানা। এ অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।