ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় কালবৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষতি
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।। সারাদেশের ন্যায় কালবৈশাখী ঝড়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুত অফিস সূুত্রে জানা যায়, হঠাৎ কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৩ টি খুঁটি ভেঙে যাওয়াসহ ৪ টি খুঁটি পড়ে যায়। এসময় পুরো উপজেলার প্রায় ২০০টি  স্পটে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। উপজেলার মহালক্ষীপাড়া, শশীদল, ষাইটশালা, জিরুইন, নাল্লা, মালাপাড়া, পোমকাড়া, মনোহরপুর,নাগাইশ,আশাবাড়ী, বড়ধুশিয়া,বারেশ্বর, বালিনাসহ বিভিন্ন এলাকায়  তার ছিঁড়ে ও গাছ উপরে তারের উপর পরে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিতে পল্লী বিদ্যুতের লোকজন দিনরাত কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণপাড়া উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুত সংযোগ দিতে দিনরাত এজিএম আজহারুল ইসলাম আবির ও আমি বিভিন্ন স্পষ্টে স্বশরিরে রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে উপস্থিত থেকে লাইনম্যানদের দিয়ে পূনঃসংযোগের কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি ২৪ ঘন্টার মধ্যেই উপজেলার সকল গ্রাহকরা বিদ্যুৎ এর আওতায় চলে আসবেন। এ সময় টুকু ধৈর্য্য ধারণ  করার জন্য তিনি গ্রাহকদের  বিশেষভাবে অনুরোধ জানান।