ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঈদ ঘিরে মানুষের চাপ সামলাতে কান্দিরপাড়ে যান চলাচল বন্ধ
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM, Update: 22.04.2022 12:57:13 AM
ঈদ ঘিরে মানুষের চাপ সামলাতে কান্দিরপাড়ে যান চলাচল বন্ধনিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের চাপ সামলাতে এবং যানজটের ভোগান্তি কমাতে কান্দিরপাড় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কান্দিরপাড়কেন্দ্রিক শপিং কমপ্লেক্সগুলো ঘিরে নেই কোন যানজট। স্বস্তিতে ঈদবাজার সেরে ঘরে ফিরছেন নগরবাসী। তবে এর প্রভাব পড়েছে অন্যান্য সড়কগুলোতে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ওইসব সড়কে কিছুটা যানজট লক্ষ্য করা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) নগরীর কান্দিরপাড় এলাকা ঘুরে দেখা গেছে, কান্দিরপাড়ের চারটি প্রবেশ পথের মধ্যে রামঘাটলা এলাকা, রাজগঞ্জ এলাকা ও নিউ মার্কেট এলাকার তিনটি সড়ক এখন বন্ধ। এতে করে কোন যানবাহনই কান্দিরপাড়ের মোড়ে ঢুকতে পারে না।
জানা গেছে, কান্দিরপাড়কে কেন্দ্র করে কুমিল্লার সবচেয়ে বড় শপিংমল গুলো গড়ে উঠেছে। এতে করে ঈদের কেনাকাটা করতে গ্রামাঞ্চল থেকে মানুষ আসায় চাপ বাড়ে নগরীর এই কেন্দ্রস্থলে। যার কারণে বেড়ে যায় চুরি, ছিনতাইয়ের মত ঘটনাও। এছাড়াও যানবাহন ও মানুষের চাপে যাচ্ছেতাই অবস্থা হয়ে যায় কুমিল্লার এই ব্যস্ত স্থানটির। কিন্তু এবার পুলিশ প্রশাসনের ভিন্ন উদ্যোগে বদলে গেছে কান্দিরপাড়ের চিত্র। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরীর বাসিন্দারা।
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ইকবাল মাহমুদ বলেন, আগে ঈদের আগ মুহূর্তে কান্দিরপাড়ে ঢুকা যেতনা এবার তেমন যানজট নেই। তবে মানুষের চাপ অনেক। আসাকরি এভাবে সড়ক গুলো বন্ধ রাখলে মানুষ উপকৃত হবে।
জেলার বুড়িচং উপজেলা থেকে শপিং করতে স্ত্রী সন্তান নিয়ে এসেছেন ব্যাংকার বিল্লাল হোসেন। তিনি বলেন, আমি নগরীর একটি ব্রাঞ্চেই চাকরি করি। অফিস শেষ করে স্ত্রী সন্তানদের নিয়ে বেরিয়েছি। আগের বছর গুলাতে কান্দিরপাড় ও আশপাশের এলাকাটা নরকের মতো হয়ে থাকতো। কিন্তু এবারের চিত্র ভিন্ন। খুবই শান্তিপূর্ণভাবে শপিং শেষ করে বাড়ি ফিরছি।
কুমিল্লা জেলা ট্রাফিক ইনচার্জ রাসেল ভূঁইয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মানুষের নির্বিঘ্নে ঈদ কেনাকাটা করার সুযোগ করে দিতেই এমন উদ্যোগ নিয়েছি। গত দুই বছর মানুষ ঈদের কেনাকাটা করতে পারেনি। তাই এবার মানুষের চাপ বেশি। এই সুযোগে চুরি ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমরা আগেই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
এছাড়া তিনি জানান, যদি কারও ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তার পার্কিংএর জন্যেও ব্যবস্থা আছে টাউনহলে। এছাড়া রোগীবাহী ও মালবাহী গাড়িও ছেড়ে দেয়া হচ্ছে। মানুষের ঈদযাত্রা সাফল্যমণ্ডিত করতেই মূলত আমাদের এই উদ্যোগ।