Published : Friday, 22 April, 2022 at 7:09 PM, Update: 22.04.2022 7:11:10 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২২ এপ্রিল সোমবার মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে, এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ গত ২২ এপ্রিল সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের বিল্লাল এর কম্পিউটার ও ফ্লেক্সী দোকানের সামনে (বড়ধুশিয়া টু শশীদল গামী পাকা রাস্তার উপর) থেকে মোঃ সোহেল (২০) ও মোঃ শামীম (২০) কে গ্রেফতার করে। মোঃ সোহেল কুমিল্লা জেলার চান্দিনা থানার কংগাই গ্রামের (মোহনপুর, দক্ষিণপাড়া) বিল্লাল হোসেনের ছেলে এবং মোঃ শামীম কুমিল্লা জেলার চান্দিনা থানার পাওই গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। তাদে উভয়ের দখল হইতে পুলিশ ৮ কেজি গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই শেখ মফিজুর রহমান, অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানা আসামী মোঃ আলমগির (৩০) কে গ্রেফতার করে। সে দেবিদ্বার উপজেলার খাইয়ার গ্রামের আবদুল জলিলের ছেলে।
এছাড়া এএসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ব্রাহ্মণপাড়া থানার মোহাম্মদ হোসেন (২৭)কে গ্রেফতার করে। সে ব্রাহ্মণপাড়া থানার গঙ্গানগর গ্রামের মোঃ জালাল হোসেনের ছেলে
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, " আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"