বিশিষ্ট সংগঠক,নাট্যাভিনেতা,সমাজকর্মী ও কবি ফখরুল হুদা হেলাল আজ ২২ এপ্রিল শুক্রবার
সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ( ইন্না------- রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০।তিনি সংগঠক ও সমাজকর্মী বদরুল হুদা জেনুর বড়ভাই,
আমার ভগ্নিপতি মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগ নেতা প্রয়াত মাঈনুল হুদা দুলালের ছোট ভাই।
মরহুমের জানাজা
আজ বাদ জুম্মা কুমিল্লা টমছমব্রিজ কবরস্থান সংলগ্ন ঈদগায় অনুষ্ঠিত হবে ও টমছমব্রিজ কবরস্থানে দাফন করা হবে।
ফখরল হুদা হেলাল আবৃত্তি শিল্পী ছিলেন।সম্প্রতি তিনি কুমিল্লা জেলা শিল্পকলা
একাডেমির সম্মাননা লাভ করেন।
পেশাগত জীবনে তিনি ঔষধ কোম্পানীর বিক্রয় কর্মকর্তা ও তার সহধর্মিণী ছিলেন এনজিওর কর্মকর্তা।মরহুম হেলাল দম্পতি ছিলেন নিঃসন্তান।তাঁর সহধর্মিণী বেশ কয়েক বছর আগে মৃত্যু বরণ করেন।
কবি হেলালের মৃত্যুতে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
দৈনিক কুমিল্লার কাগজের আজীবন শুভাকাঙি্খ ফখরুল হুদা হেলালের মৃত্যুতে সম্পাদক আবুল কাশেম হৃদয় গভীর শোক প্রকাশ করেছেন।