‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ কালো তালিকায়!
সনদে পড়া যাবে না ব্রিটেনে ॥ নাম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দাবি উপাচার্যের
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM, Update: 22.04.2022 12:58:53 AM
তালিকায় আছে কুমিল্লা থেকে বিতারিত ‘দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা’
তানভীর দিপু:
ব্রিটেনের
গোল্ড র্যাংকিং ইউনিভাসিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসসহ কয়েকটি স্বনামধন্য
বিশ্ববিদ্যালয় কুমিল্লার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও দি ইউনিভার্সিটি অফ
কুমিল্লাকে কালো তালিকাভূক্ত করেছে। সনদ জালিয়াতির অভিযোগে এ কালো
তালিকাভূক্ত করা হয়। এর ফলে এ দুইটি বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিয়ে কোন
শিক্ষার্থী ভবিষ্যতে ব্রিটেনে পড়তে যেতে পারবেন না। এ সিদ্ধান্ত ৫ এপ্রিল
থেকে কার্যকর হয়েছে। তবে এর আগে যারা অফার লেটার পেয়েছেন তারা ব্রিটেনে
পড়াশুনা করতে যেতে পারবেন।
এ দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
দাবি করেছে তালিকায় যে কুমিল্লা বিশ্ববিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে সেটি
কুমিল্লার কোটবাড়ির শালমানপুরে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়। কেননা এ
বিশ্ববিদ্যালয়ের নামের বানান সি ও দিয়ে কুমিল্লা
(