ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জোনাকীর আলো ভেবে ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার ছাত্রের মৃত্যু
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM, Update: 22.04.2022 12:58:08 AM
জোনাকীর আলো ভেবে ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার ছাত্রের মৃত্যুএবিএম আতিকুর রহমান বাশার:
কুমিল্লার দেবীদ্বারে বৈদ্যুতিক ছেড়া তারে বৃষ্টির পানির স্পার্কিংকে জোনাকি পোকার আলো ভেবে ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর দেবীদ্বার পৌর এলাকার উত্তর ভিংলাবাড়ি “নূরানীয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা’র পুকুর ঘাটে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার শিক্ষক এবং নিহতের চাচা হাফেজ মাওলানা মোঃ এরশাদুল হক।
নিহত সাইফুল ইসলাম ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারাম্পুর উপজেলার কালিকাপুর গ্রামের সিএনজি চালক নাসির উদ্দিনের পুত্র। ওই মাদ্রাসায় সাইফুল ও তার বড় ভাই বশির আহমেদ একইসাথে লেখাপড়া করতো। তাদের চাচা হাফেজ মাওলানা মোঃ এরশাদুল হক ওই মাদ্রাসায় শিক্ষাকতা করেন।
স্থানীয়রা জানান, বুধবার ইফতার শেষে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী অজু করে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পুকুর পাড়ের একটি গাছের ডালে ‘জোনাকী পোকার আলো’ মিট মিট করে জ¦লতে দেখতে পায়। মূলত এদিন সকালে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে বৈদ্যুতিক ছেড়া তারে বৃষ্টির পানি স্পার্কিং হচ্ছিলো। সাইফুল ইসলাম ওই স্পাকিংকে জোনাকি পোকার আলো ভেবে ধরতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যায়। এসময় পার্শ^বর্তী দোকান কর্মচারী ভিংলাবাড়ি গ্রামের বাচ্চু মিয়ার পুত্র ফয়সাল তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বৈদ্যুতিক শর্ট খেয়ে আহত হন। অপর এক শিক্ষার্থী দ্রুত মসজিদের বৈদ্যুতিক মিটার বন্ধ করে দেন। স্থানীয়রা দ্রুত আহত দু’জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাদ্রাসার ছাত্র সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত দোকান কর্মচারী ফয়সালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাফেজ মাওলানা মোঃ এরশাদুল হক জানান, আমি এ মাদ্রাসায় শিক্ষাকতা করি। আমার দুই ভাতিজা বশির আহমেদ(১২) ও সাইফুল ইসলাম (১০) একই মাদ্রাসায় লেখাপড়া করত। বুধবার সন্ধ্যায় ইফতারের পর পুকুর ঘাটে অজু করতে যেয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডবে বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে মারা যায়। তাকে রাতেই পুলিশের অনুমতি নিয়ে নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করে আসি।  
দেবীদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা রাতেই শোনেছি। কোন অভিযোগকারী না থাকায় ময়না তদন্ত ছাড়া এবং একটি লিখিত আবেদন রেখে রাতেই দাফন সম্পন্ন করার অনুমতি দিয়েছি।