ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিখোঁজের ৩দিন পর গোমতীতে নদীতে মিললো বৃদ্ধার ভাসমান লাশ
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM, Update: 22.04.2022 12:57:49 AM
নিখোঁজের ৩দিন পর গোমতীতে নদীতে মিললো বৃদ্ধার ভাসমান লাশএবিএম আতিকুর রহমান বাশার:
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩দিন পর গোমতী নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের কালিকাপুর গোমতী সেতু সংলগ্ন এলাকা থেকে হোছনেয়ারা বেগম (৬৮) নামে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
হোসনেয়ারা কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের শাহী রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মতিনের স্ত্রী। তিনি ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানের জননী। এর মধ্যে ৪ পুত্র প্রবাসে থাকেন আর ৩ কন্যা থাকেন শ^শুর বাড়িতে। নিজ বাড়িতে তিনি বৃদ্ধ স্বামীকে নিয়ে থাকতেন ।   
হোসনেয়ারা বেগমের বোনের ছেলে মোঃ নাদীর জানান, আমার বৃদ্ধ খালা- খালু বাড়িতে থাকতেন। তাদের দেখভাল করার কেউ ছিলো না। তিনি গত সোমবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হন। খালার বাড়ির পাশে গোমতী নদী থাকায় নদীতেও অনেক খোঁজা খোঝি করেছি। আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীদের নিকট তার কোন খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করেও কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আমরা জানতে পারি কালিকাপুরে একটি মরদেহ উদ্ধার হয়েছে। পরে ঘনাস্থলে আমরা এসে তাঁর মরদেহ সনাক্ত করি।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুররহমান জানান, গোমতী নদী থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত বৃদ্ধার মরদেহ তার স্বজনেরা সনাক্ত করেছে। ছুরতহাল রিপোর্ট তৈরী করে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ বলা যাবে।