ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘চেন্নাই-মুম্বাই লড়াই যেন ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা’
Published : Friday, 22 April, 2022 at 7:29 PM
‘চেন্নাই-মুম্বাই লড়াই যেন ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা’ক্রিকেটে সবচেয়ে উত্তেজনাময় ম্যাচ কোনটি - প্রশ্ন করতেই যে কেউ বলবে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ, তা যে কোনো ফরম্যাট বা টুর্নামেন্টে হোক।

পাক-ভারত ম্যাচ মানেই উত্তেজনার পারদ চরমে। তিল ধারণের ঠাঁই থাকে না স্টেডিয়ামে। মুহুর্মুহু হাততালি আর উল্লাসের শব্দ।

আর পাক-ভারত ম্যাচের সেই উত্তেজনাকে আইপিএলে টেনে আনলেন হরভজন সিং!

তার মতে, আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের লড়াই যেন পাকিস্তান-ভারত ম্যাচের আমেজ, উত্তেজনা।

বৃহস্পতিবার চেন্নাই-মুম্বাই মুখোমুখি হওয়ার আগে এমন মন্তব্যই করলেন ভারতের এ সাবেক স্পিনস্টার।

হরভজন বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসের ড্রেসিংরুমে ১০ বছর থাকার পর যখন প্রথমবার চেন্নাই সুপার কিংসের জার্সি পরেছিলাম, আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল। আমার কাছে দুইটি দলই বিশেষ জায়গায় আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আইপিএলের এ দুই জায়ান্ট দলের মধ্যকার লড়াই ভারত-পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনা দেয়। কারণ দুই ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতাটা খুব উঁচু। প্রথমবার যখন মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামি, তখন চাইছিলাম যেন দ্রুতই ম্যাচটি শেষ হয়ে যায়। কারণ অনেক আবেগ কাজ করছিল।’

মি. ভাজ্জির এমন মন্তব্য একটু বেশি বাড়াবাড়ি রকমের মনে হতে পারে অনেকের।

তবে অনেকেই স্বীকার করবেন, আইপিএলের পরিসরে চেন্নাই বনাম মুম্বাই সত্যি উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ।

বৃহস্পতিবার রাতের ম্যাচটিও ছিল তেমনই টানটান উত্তেজনার। শেষ বল পর্যন্ত লড়েছে দুই দল। শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন ধোনি। 

তাছাড়া আইপিএল ইতিহাসের সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ট্রফি কেবিনেটে রয়েছে চারটি শিরোপা। আইপিএলের আর কোনো দল তিনটি শিরোপাও জিততে পারেনি।