নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ি ঘাটে এসব জাল পুড়ে ফেলা হয়। যার বাজারমূল্য দাঁড়ায় ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা।
এর আগে শুক্রবার (২২ এপ্রিল) দিনব্যাপী শিবলু মিয়ার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
হাতিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, জেলে নৌকায় কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করার খবর পেয়ে অভিযানে যায় নৌ পুলিশের একটি টিম। এ সময় হাতিয়ার শিবলু মিয়ার ঘাট এলাকায় মালিকবিহীন মেঘনা নদীতে পাতানো অবস্থায় কারেন্ট জাল পাওয়া যায়।
পরে নদী থেকে তুলে এনে ঘাটে পরিমাপ করে দেখা যায় যে জব্দ করা জালের পরিমাণ প্রায় ১ লাখ ৮০ হাজার মিটার। বর্তমানে বাজারে এর দাম ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা। পরে স্থানীয় জনপ্রতিনিধি, ঘাটের ইজারাদার, মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাল পুড়ে ধ্বংস করা হয়।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার সম্পূর্ণভাবে বেআইনি। অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। থাকবে
তিনি আরও বলেন, মাঝেমধ্যে জেলেরা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করেন। এ জন্য আমাদের একটি টিম সকাল-বিকেল নদীতে দায়িত্ব পালন করে থাকে।