ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে শিশু খুন : অস্ত্রের জোগানদাতা গ্রেপ্তার
Published : Sunday, 24 April, 2022 at 1:23 PM
নোয়াখালীতে শিশু খুন : অস্ত্রের জোগানদাতা গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জের সন্ত্রাসীদের গুলিতে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) হত্যার ঘটনায় অস্ত্রের জোগানদাতা সাকায়েত উল্যাহ জুয়েলকে (২৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) ভোরে দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোলাইমানের পরিত্যক্ত বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, দেশীয় তৈরি ২টি কিরিচ ও ১টি রামদা জব্দ করা হয়।

সাকায়েত উল্যাহ জুয়েল বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বজু মিয়ার বাড়ির মৃত হাবিব উল্ল্যার ছোট ছেলে।
 বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, তাসপিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. সবজেল হোসেনের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল বিকেলে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় বাবার কোলে থাকা তাসপিয়া। গুলিবিদ্ধ হন শিশুটির বাবা সৌদিপ্রবাসী আবু জাহের। গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে যায়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে মামলার প্রধান আসামি শুটার রিমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। বৃহস্পতিবার শুটার রিমন ছাড়া বাকি চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন নোয়াখালীর একটি আদালত।

এ ছাড়া মামলার প্রধান আসামি মো. রিমন তাসপিয়াকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমনের জবানবন্দিতে উঠে আসে অস্ত্র সরবরাহকারী জুয়েলের নাম।