কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার অপরিকল্পিত ‘উন্নয়নের কারণে দুর্ভোগে পড়েছে পৌর এলাকার মানুষ। দির্ঘদিন ধরে চলমান ড্রেন সংস্কারের কারণে উপজেলা সদরে চলাচলের মূল সড়কগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাড়ি ফেরা মানুষ ও হাট-বাজার-শপিংমলে যাতায়তকারীদের পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। বিশেষ করে দেবীদ্বার পৌর এলাকার অন্যতম ব্যাস্ত সড়ক দেবীদ্বার কলেজ রোড, হাসপাতাল রোড, শান্তিরোডের অবস্থা খুবই নাজুক। খানাখন্দ বাসাবাড়ি, দোকানপাঠ, হাসপাতালের বর্জের দূর্বিসহ হয়ে পড়েছে মানুষের জীবন। এমনকি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের প্রধান ফটকের সামনের অবস্থা দেখলে মনে হয় এটাই পৌরসভার ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং সেন্টার। গত ৭/৮ ধরে চলমান এ কার্যক্রম সহসাই শেষ হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে পৌর এলাকার মানুষকে এ দুর্ভোগ পোহাতে হবে আরো অনেকদিন।