ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বল হাতে ইতিহাস গড়লেন আন্দ্রে রাসেল
Published : Saturday, 23 April, 2022 at 7:59 PM
বল হাতে ইতিহাস গড়লেন আন্দ্রে রাসেলমুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এ মুহূর্তে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স।

এর আগে গুজরাটের ব্যাটিং ইনিংসে বল হাতে অনন্য এক রেকর্ড গড়েন কেকেআরের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

বল করলেন মাত্র ওভার। আর এতেই ধসিয়ে দিলেন গুজরাটকে।  এক ওভারে ৫ রান দিয়ে তিনি শিকার করেছেন ৪ উইকেট!

পরিসংখ্যান বলছে, আইপিএলে ১ ওভারের স্পেলে এটাই সেরা বোলিং। তাও আবার ডেথ ওভারে! 

২০তম ওভারের প্রথম, দ্বিতীয়, পঞ্চম ও শেষ বলে যথাক্রমে অভিনব মনোহর, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া ও যশ দয়ালকে সাজঘরে ফেরান রাসেল। দয়ালের ক্যাচটি রাসেল নিজেই ধরেন। বাকি তিনটি ক্যাচ ধরেন রিঙ্কু সিং।

রাসেলকে যখন বোলিংয়ে আনেন নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার, গুজরাটের স্কোর তখন ৫ উইকেটে ১৫১। সেখান থেকে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তুলল গুজরাত।

আইপিএলে এমন কীর্তি অবশ্য এর আগেও দেখিয়েছেন রাসেল।  গত বছর ১৩ এপ্রিল চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন এ ক্যারিবীয় তারকা।

তবে আজ এক ওভারে ৪ উইকেট নিয়ে নিশ্চিতভাবেই ইতিহাস গড়লেন তিনি।  নিজেকেই ছাড়িয়ে গেলেন। 

তথ্যসূত্র: ক্রিকইনফো, ওয়ান ইন্ডিয়া