ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় প্রাইভেট কার সহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫
ইসমাইল নয়ন।।
Published : Monday, 25 April, 2022 at 7:28 PM
ব্রাহ্মণপাড়ায় প্রাইভেট কার সহ মাদক  কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার  ৫কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত শনিবার (২৪ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে প্রাইভেট কার সহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। 

থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশ এসআই ওবায়দুর রহমান সঙ্গীয়  ফোর্সসহ  গত শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ পূর্ব দক্ষিণ পাড়া মুরাদবাড়ী মোস্তাক ফয়েজির মাদ্রাসার দক্ষিণ পাশে হাফেজ ষ্টোর দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রাব্বি(২৬), শ্রী হিমেল নন্দী (৩০),  শ্রী রঞ্জন (২৮)কে গ্রেফতার করে। এসময় পুলিশ প্রাইভেট কার তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত রাব্বি কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে, শ্রী হিমেল নন্দী বাঙ্গুরা বাজার থানার জামালপুর এলাকার শ্রী হরিপদ নন্দীর ছেলে ও  শ্রী রঞ্জন দেবীদ্বার উপজেলার গুনাইঘর এলাকার সংকর রাম সিংহের ছেলে।তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা  হয়েছে।

অপরদিকে এসআই আনোয়ার হোসেন এসআই শেখ মফিজুর রহমান এবং এএসআই মতিউর রহমান  সঙ্গীয় ফোর্সসহ  জিআর পরোয়ানা মূলে আসামী উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের মৃত শহিদ মিয়া প্রকাশ সফিকুল ইসলামের ছেলে  মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল ইসলাম মুহুরী প্রঃ আয়নাল হক(৩৫), ও একই ইউনিয়নের শশীদল এলাকার ঝারু মিয়ার ছেলে মোঃ শাহ জাহান (২৮)কে গ্রেফতার করে। 


এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, " আসামী’গনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"