এ্যাম্বুলেন্সে মাদক পাচার; কুমিল্লায় র্যাবের হাতে তিনজন আটক
Published : Sunday, 24 April, 2022 at 6:59 PM
কুমিল্লা বুড়িচংয়ে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সে মাদক পাচারের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতাল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২।
রোববার ( ২৪ এপ্রিল) ভোরে বুড়িচং থানার শংকচাইলএলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার ব্র্হ্মাণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রাসেল(২২) , গাইবান্ধা জেলার বুজরুক জামাল পুর থানার সাদুল্য গ্রামের মোঃ তাহাদুল ইসলাম এর ছেলে মোঃ নাজমুল হুদা লিয়ন(২৬)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘ দিন যাবৎ এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।