ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আজ দেবিদ্বারে ৫০টি পরিবারের মাথাগুজার ঠাঁই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার  ||
কুমিল্লার দেবিদ্বারে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারকে ৩য় ধাপে ঘর দেওয়া হচ্ছে।  মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ে মঙ্গলবার (২৬ এপ্রিল) সারাদেশে মোট ৩২ হাজার ৯০৪টি পরিবার ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় দেবিদ্বারেও ইতোমধ্যে গৃহহীন পরিবারের জন্য সরকারি খাস জমিতে ৫০ টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। গতকাল সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক -উন-নবী তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে , ২০২০-২০২১  অর্থবছরে ১ম ধাপে ১লক্ষ ৭১ হাজার টাকা করে ৮৫টি এবং ১ম ধাপের ২য় পর্যায়ে ১লক্ষ ৯১ হাজার টাকা করে ২০টি ঘরসহ মোট ১০৫টি  ঘর নির্মাণ করা হয়েছে যার মোট ব্যয় হয়েছে ১কোটি ৮৩ লক্ষ ৫৫ হাজার টাকা। ঘরগুলো হলো, এলাহাবাদ  ইউনিয়নের কাচিসাইরে ২৩টি, জাফরগঞ্জ ইউনিয়নের বারুর ১৫, সুবিল ইউনিয়নের বুড়িরপাড় ৪২টি, ধামতী ইউনিয়নের ২টি, ভানী ইউনিয়নে ৩টি এবং  সুলতানপুর ইউনিয়নে ২য় ধাপের ২য় পর্যায়ে ২০টি। ইতোমধ্যে এ ঘরগুলো উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরের বছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরের ৩য় পর্যায়ে প্রতি ঘর ২লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা করে মোট ১কোটি ২৯ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে  ৫০টি ঘর নির্মাণ করা হয়েছে। ঘরগুলো হলো, রাজামেহার ইউনিয়নের  মরিচায় ১৬টি, সুলতানপুর ইউনিয়নের রাধানগর ১৬টি, নারায়নপুরসহ অন্যান্য স্থানে ১৮টি। এ উপজেলায় মোট ১৫৫টি ঘর নির্মাণে মোট ব্যয় হয়েছে  ৩কোটি  ১৩ লক্ষ ৩০ হাজার টাকা।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, দেবিদ্বার উপজেলায় এর আগে ১০৫টি ঘর বিনামূল্যে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী আরও ৫০টি ঘরের চাবি হস্তান্তর করবেন। ৫০টি ঘরের মধ্যে কয়েকটি ঘরের কাজ এখনো নির্মানাধীন রয়েছে। যেগুলোর কাজ সম্পন্ন হয়ে সেগুলো মঙ্গলবার (আজ) হস্তান্তর করা হবে।  এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার বলেন, ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’এই স্লোগানে দেবিদ্বার উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে দেয়া খাস জমিতে গৃহ নির্মাণের কাজ করছে দেবিদ্বার উপজেলা প্রশাসন। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমি ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণ করছে প্রশাসন। মঙ্গলবার (আজ) উপকারভোগীদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হবে।