ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় প্রাথমিক শিক্ষকদের দোয়া ও ইফতার
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার চান্দিনায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দোয়া ও ইফতার করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা শেষে মৃত্যুবরণকারী ও অসুস্থ সহ সকল শিক্ষকের উদ্দেশ্যে দোয়া মোনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের সবগুলো সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সংগঠনটির চান্দিনা শাখার আয়োজনে ও উপজেলা সভাপতি কাউছারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক ও চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কমল বক্সী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপদেষ্টা মো. মনিরুজ্জামান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা  সভাপতি কামাল উদ্দিন ভূঁঞা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি চান্দিনা উপজেলা সভাপতি মো. কামরুল আহসান নকিব, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মামুন রাসেল।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কমল বক্সী তার বক্তব্যে সকল বিভেদ ভুলে সকল শিক্ষক ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক একেএম নজরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জাকির হোসেন সরকার লিটন, অভিভাবক ডা. মো. মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর কাজী তোফায়েল আহমেদ জনি, এড. এনামূল হাসান খান রিপন, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রব, সফিকুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার দে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সহ-সভাপতি সুমা বণিক, অর্থ সম্পাদক আতাউর রহমান সরকার,
সিনিয়র যুগ্ম সম্পাদক তাহসিনা আক্তার, যুগ্ম সম্পাদক উম্মে হানি, সহ-সম্পাদক সফিউল্লাহ, আনোয়ার হোসেন, সেলিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম ভূইয়া, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার, সহ-দপ্তর আবু ইউসুফ, ধর্ম বিষয়ক দেলোয়ার হোসেন মজুমদার, সহ-ধর্ম বিষয়ক শ্যামল চন্দ্র দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক নন্দ কিশোর রায়, রিনা আকতার, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক কানিজ ফাতেমা, যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, সহ-ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, মিডিয়া সম্পাদক কাউসার মিয়া, কল্যাণ ট্রাষ্ট সম্পাদক অনুপ কুমার দাস, সমাজ কল্যাণ শিশির মজুমদার, পরিবেশ সম্পাদক সহিদ উল্লাহ, ফেরদৌসী বেগম, জাহাঙ্গীর হাসান প্রমুখ।