ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ইফতার বিতরণ
শাহীন আলম
Published : Wednesday, 27 April, 2022 at 3:48 PM
দেবিদ্বারে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ইফতার বিতরণ কুমিল্লার দেবিদ্বার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকার। মঙ্গলবার বিকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের প্রায় ১২০জন বাসিন্দার মাঝে  এ ইফতার বিতরণকরা হয়।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী  ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ের জন্য জমিসহ পাকা ঘর উপহার দিয়েছেন। এসব অসহায় মানুষেরা হয়তো এ রমজানে ভালো খাবার খেতে পারেন না, ভালো ইফতার করতে পারেন না, এজন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমি এ উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ বিভিন্ন জাতীয় দিবস ও ঈদ উপলক্ষেও  আমি তাদের পাশে দাড়ানোর চেষ্টা করব। আমরা যারা স্থানীয় পর্যায়ে আছি আমাদের সামর্থ অনুযায়ী উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পরে তিনি প্রকল্পের সকল বাসিন্দাদের মাঝে ইফতার বিতরণ করেন।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা, নাছিমা বেগম, কামাল, ছোটন মিয়া জানায়, লিটন সরকার প্রায়ই আমাদের খোঁজ-খবর রাখেন, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজকে আমাদের ভালো খাবার দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম, ফখরুল ইসলাম, সাকিব, কাউছার,  আবু সুফিয়ান, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন ভূঁইয়া সুজনসহ  বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।