ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোজায় মুসলিম খেলোয়াড়দের যে সুবিধা দিচ্ছে লিভারপুল
Published : Thursday, 28 April, 2022 at 8:30 PM
রোজায় মুসলিম খেলোয়াড়দের যে সুবিধা দিচ্ছে লিভারপুলপবিত্র মাহে রমজানে মুসলিম খেলোয়াড়দের প্রতি সম্মান দেখিয়ে অনুশীলনের সময়ে পরিবর্তন এনেছে ইংলিশ ক্লাব লিভারপুল। 

লিভারপুলে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় রয়েছেন যারা মুসলিম। তাদের মধ্যে অন্যতম হলেন- মোহামেদ সালাহ, সাদিও মানে, ইব্রাহিম কোনাতে ও নবি কেইতা। 

সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে জানিয়েছেন, রমজানে মুসলিম খেলোয়াড়দের কথা চিন্তা করে অনুশীলনের সময় পরিবর্তন আনার বিষয়ে লিভারপুল অধিনায়ক জর্ডান হেনডারসন কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে কথা বলেছেন।

সংবাদমাধ্যম ‘বিইন স্পোর্টস’কে সাদিও মানে বলেছেন, রোজা রেখে অনুশীলন এবং খেলা চালিয়ে যাওয়া মোটেই সহজ কাজ নয়। তবে রোজা শুরুর আগে আমরা অধিনায়কের সঙ্গে কথা বলেছি। সে আমাদের হয়ে কোচকে বলেছে, অনুশীলনের সূচি সকালে নিতে পারলে ভালো হয়। আমাদের মুসলিম খেলোয়াড়দের জন্য কাজটা একটু সহজ হয়। কারণ রোজা রেখে বিকাল ৩টায় অনুশীলন করলে কাজটা কঠিন হয়ে যায়। কোচ এতে রাজি হওয়ায় আমাদের সুবিধাই হয়েছে, নিজেদের সেরাটা দিতে পারছি।
    
সাদিও মানে আরও বলেন, রোজার দিনে কাজটা কঠিন হলেও ম্যাচের দিনটা সব সময়ই বিশেষ কিছু। রোজা রেখে খেলা তো কঠিন, তবে লিভারপুল সব সময়ই আমাদের জন্য সবকিছু সহজ করার চেষ্টা করে থাকে। আমরা আমাদের পুষ্টিবিদ মোনার সঙ্গে এ বিষয়ে কথা বলে থাকি। বিশেষ করে ম্যাচের দিন। সে আমাদের জন্য সবকিছু এত সহজ করে দেয় যে রোজা রাখতে পারি।

সূত্র: গোল ডটকম।