কুমিল্লার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ২৮ এপ্রিল বৃহস্পতিবার জেলার সদর উপজেলার পালপাড়া, আলেখারচর বিশ্বরোড এবং সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেনসিডিল, ১৭৩ বোতল স্কাফ সিরাফ, ২২ বোতল বিদেশী মদ, ২ বোতল বিয়ার এবং ১৯ কেজি গাঁজা; জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে- কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমুল গ্রামের শফিকুল ইসলাম ভূইয়ার ছেলে মোঃ সবির আহমদ ভূইয়া, একই থানার আনন্দপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ শরীফ মিয়া(২৮), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নওপাড়া গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে মোঃ রমজান মিয়া রনি, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামারবাগ গ্রামের মোঃ ফারুক হোসেন এর ছেলে মোঃ সাইদুর রহমান রিফাত এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দড়িবট গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ রুবেল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।