দেশের ৬১ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদেরই সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে
বলা হয়, ‘জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৫ অনুযায়ী, জেলা পরিষদ (সংশোধন)
আইন-২০২২ অনুযায়ী (সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার দিন
থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।
কুমিল্লা
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দীন জানান, আমরা
অফিসিয়ালি একটি চিঠি পেয়েছি। কুমিল্লা জেলা পরিষদের সদ্য বিদায়ী
চেয়ারম্যান
রিয়ার এডমিরাল( অব:) মো. আবু তাহের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি আজ আথবা কাল যেকোনো সময় প্রশাসক হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন। তবে
প্রশাসকের কার্যপরিধি কতটুকু হবে তা এখনো জানা যায়নি।
এ অবস্থায় ‘জেলা
পরিষদ আইন ২০০০’-এর ধারা ৮২ অনুযায়ী, সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের আগ
পর্যন্ত ওই আইনের ধারা ৭৫-এর ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও
আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব
অর্পণ করা হলো।’