ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রবাসী নুরে আলম হত্যার খুনিদের শাস্তির দাবীতে মনোহরগঞ্জে মানববন্ধন
Published : Thursday, 28 April, 2022 at 11:25 PM
প্রবাসী নুরে আলম হত্যার খুনিদের শাস্তির দাবীতে মনোহরগঞ্জে মানববন্ধনকুমিল্লা প্রতিনিধি ||
প্রবাসী নুরে আলম হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মনোহরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামীবাসীদের উদ্যোগে সাইকচাইল দক্ষিণ পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড মেম্বার হাজ্বী রঙ্গ মিয়া, সাবেক মেম্বার আবদুল মালেক, স্থানীয় মোবারক উল্লাহ, আমির হোসেন, হাসান আহমদ, নিহত নুরে আলমের বড় বোন মতি বেগম, কালী বেগম প্রমুখ।
প্রবাসী নুরে আলম হত্যার খুনিদের শাস্তির দাবীতে মনোহরগঞ্জে মানববন্ধন
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, ইমাম হোসেন, আবুল কালাম, মহিন উদ্দিন, সিরাজুল ইসলাম। নিহত নুরে আলম সাইকচাইল গ্রামের আলী হায়দারের ছেলে। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ২০১৫ সালের ১৭ জুন বুধবার পার্শ্ববর্তী গ্রাম শ্রীধারপুর শশুর এলাকায় নিজ বাড়ীতে নুরে আলমের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনার পরদিন নিহতের চাচা সাদেক আলী বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহত নুরে আলমের স্ত্রী ও শ্রীধারপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মোসাঃ পাখি বেগমকে প্রধান করে অজ্ঞাত ৪/৫জনকে আসামী করা হয়। মানববন্ধনে নিহতের স্বজনরা জানায়, মামলা হওয়ার সাত বছর হলেও কোন বিচার পাননি তারা। এছাড়া নুরে আলম হত্যার সুষ্ঠু বিচারের দাবী জানায় স্থানীয় এলাকাবাসী।