চান্দিনায় মেধাবী হাফেজী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
Published : Friday, 29 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদরাসায় মেধাবী হাফেজী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে মাদরাসা মিলনায়তনে কোরআনের আলো প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানে ৫টি ক্যাটাগড়িতে ৪৩ জন মেধাবী হাফেজী শিক্ষার্থীর মাঝে ওই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার নির্বাহী পরিচালক মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী।
প্রতিষ্ঠানের সেক্রেটারি মো. সালাহ উদ্দীন এর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন- ইউনুছ মিয়া মেম্বার, আবদুল হক, হাজী মনু মিয়া, হারুনুর রশিদ মেম্বার, মাও. এম এ মবিন আনোয়ারী, মুফতী আহমাদ রেজা সোহাগ, আবদুল বারেক, মো. সেলিম, মাও. হুমায়ুন কবির, আবদুর রহিম, হাফেজ মো. বোরহান, ক্বারি মিনহাজুল ইসলাম, হাফেজ জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তরা জানান, প্রতিষ্ঠানটি আহলে সুন্নাত এর মতাদর্শে পরিচালিত। আদর্শ নাগরিক ও যোগ্য হাফেজে কোরআন এবং সুন্নী আলেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন- মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের পীর আল্লামা মুফতী নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী।